Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তূর্ণা নিশীথার চালক, সহকারী চালকসহ ৩ জন বরখাস্ত


১২ নভেম্বর ২০১৯ ১১:৫০

ঢাকা: চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেমের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের চালক, সহকারী চালকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

রেলমন্ত্রী জানান, ধারণা করা হচ্ছে তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করার কারণেই এই দুর্ঘটনা হয়েছে। এজন্য তূর্ণা নিশীথার চালক ও সহকারী চালকসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ৫টি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

তূর্ণা-উদয়নের সংঘর্ষে প্রাণ গেলো ১৫ জনের

উল্লেখ্য, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত পৌনে ৪টায় কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সাথে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

তূর্ণা নিশীথা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর