Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসি মোয়াজ্জেমের আত্মপক্ষ সমর্থন ১৪ নভেম্বর


১২ নভেম্বর ২০১৯ ১৯:৩৪

ফাইল ছবি

ঢাকা: ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এর পরই আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার রীমা সুলতানার সাক্ষ্য নেওয়া শেষ হয়।

বিজ্ঞাপন

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করেন। এদিন আসামি মোয়াজ্জেম হোসেনের আইনজীবী ফারুক আহমেদ তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।

গত ১৫ এপ্রিল মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ আবেদন গ্রহণ করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ রুমে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। কারাগারে থেকেই নুসরাতের পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকেন সিরাজ। তবে মামলা তুলে না নেওয়ায় নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন অধ্যক্ষের সহযোগীরা।

গত ১০ এপ্রিলের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়। নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় এরই মধ্যে অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আত্মপক্ষ সমর্থন ওসি মোয়াজ্জেম নুসরাত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর