Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত


১২ নভেম্বর ২০১৯ ২০:১২

নওগাঁ: নওগাঁর রাণীনগর থানার এসআই (উপ-পরিদর্শক) আখতারুজ্জামান (৪৮) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশনের উত্তরে একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এসআই আখতারুজ্জামান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ২৬ জানুয়ারি থেকে রাণীনগর থানায় কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে থানার এসআই আখতারুজ্জামান পোশাক পরা অবস্থায় স্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের উপর দিয়ে মোবাইল ফোন কানে ধরে হাটছিলেন। এ সময় খুলনাগামী রূপসা আন্তঃনগর ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন।

তিনি জানান, আহত অবস্থায় আখতারুজ্জামানকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

টপ নিউজ ট্রেনের ধাক্কা নওগাঁ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর