Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ


১২ নভেম্বর ২০১৯ ২০:৩৩

ঝালকাঠি: ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র‌্যাব। পলিথিন মজুদ রাখার অপরাধে ৩ জনকে আটক করে ভ্রমমাণ আদালতের বিচারে জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৮ সদর দপ্তর এ তথ্য জানান।

র‌্যাব জানায়, সোমবার (১১ নভেম্বর) ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে মো. নুরুজ্জামান (২৭), মো. নাজিম (২৬) ও মো. মাহফুজুর রহমান (৩০) নামে তিনজনকে আটক করে র‌্যাব। এসময় এদের মালিকানাধীন গুদাম তল্লাসি করে মজুদকৃত ১১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাব আরও জানায়, এসময় আটকদের নিষিদ্ধ পলিথিন রাখার কারণ জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর তারা দিতে পারেননি। তারা দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম আটক নুরুজ্জামানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. নাজিম ও মো. মাহফুজুর রহমান উভয়কে পঁচিশ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে ঝালকাঠি জেলা কারাগারে প্রেরণ করেন।

ঝালকাঠি র‍্যাব