Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারাষ্ট্রে রাজনৈতিক অচলাবস্থা, রাষ্ট্রপতির শাসন জারি


১২ নভেম্বর ২০১৯ ২০:৪৮

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কোনো দলই সরকার বা কোয়ালিশন গঠন করতে না পারায় রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়।

এদিন রাজ্যটির গভর্নর বাগাত সিং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করেন। এরপরই ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ আইন জারি করেন।

দলগুলো সরকার গঠনে সক্ষম হলে ছয় মাসের আগেই এই অবস্থা তুলে নেওয়া যাবে। নির্বাচনে বিজেপি ১০৫টি আসন জিতে, শিবসেনা ৫৬টি, এনসিপি ৫৪টি, কংগ্রেস ৪৮টি। তবে ২৮৮ সদস্যের বিধানসভায় কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

বিজেপি ও শিব সেনার কোয়ালিশন সরকার গঠনের কথা থাকলেও ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঐক্যমত্য হয়নি দুল দুটির। তাই সরকার গঠন করতে পারেনি তারা। অপরদিকে শিব সেনা, এনসিপি ও কংগ্রেসের ঐকমত্য হওয়ার সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

ভারত মহারাষ্ট্র রাজনৈতিক অচলাবস্থা রাষ্ট্রপতির শাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর