Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃতিকের ভক্ত হওয়ায় স্ত্রীকে হত্যা!


১২ নভেম্বর ২০১৯ ২১:৫৬

বলিউড তারকা হৃতিক রোশনের প্রতি অনুরক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। দ্বিনেশ্বর বুদিদাত (৩৩) নামের ওই ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে তার স্ত্রী দোনে দোজয়কে (২৭) হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

নিহতের বন্ধুদের দেওয়া তথ্যে জানা যায়, দোনে দোজয় অভিনেতা হৃতিকের অন্ধভক্ত ছিলেন। তবে হৃতিকের কোনো ছবি বা গান শুনলেই তার স্বামী দ্বিনেশ্বর ক্ষেপে যেতেন। সঙ্গে সঙ্গেই তা বন্ধ করতে বলতেন। এ নিয়ে তাদের সম্পর্কের মারাত্মক অবনতি হয়। এছাড়া দোজয় একটি পানশালায় কাজ করতেন তাও অপছন্দ ছিল তার স্বামীর।

পুলিশ সূত্র জানায়, দ্বিনেশ্বর তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে। তারপর গাছে ঝুলিয়ে রাখে। সেদিনও তাদের ছবি দেখার কথা ছিল। চলতি বছরের জুলাই মাসে বিয়ে করেন দুজন।

ভক্ত হত্যা হৃতিক রোশন

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর