Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় সেলিম প্রধান রিমান্ডে


১৩ নভেম্বর ২০১৯ ১৫:৫১

ফাইল ছবি

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধানকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর ) শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা গত ৩১ অক্টোবর সেলিম প্রধানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিচারক রিমান্ড আবেদন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩ নভেম্বর দিন ঠিক করেছিলেন। কিন্তু ওই দিন আসামি সেলিম প্রধান অসুস্থ থাকায় ফের শুনানি পিছিয়ে আজ ১৩ নভেম্বর দিন ঠিক করেন।

গত ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

উল্লেখ্য, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে আটক করে পুলিশ। পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রাপাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র‌্যাব।

অনলাইন ক্যাসিনো টপ নিউজ দুদক দুর্নীতি দমন কমিশন সেলিম প্রধান

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর