Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাবুলে গাড়ি বোমা হামলায় ৭ জনের মৃত্যু


১৩ নভেম্বর ২০১৯ ১৬:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৭ জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার (১৩ নভেম্বর) ব্যস্ততম সড়কে এই হামলা চালানো হয়নি। যদিও কেউ এখনো বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। খবর বিবিসির।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় হামলায় হত্যাকাণ্ড নিশ্চিত করে জানিয়েছে, মৃতরা সবাই বেসামরিক নাগরিক। একটি সরকারি বহরকে উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়েছে।

তালেবান ও ইসলামিক স্টেট উভয় জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানে বোমা হামলা চালিয়ে থাকে। তবে সর্বশেষ এই হামলা নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি। এই হামলা এমন সময় ঘটল যখন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঘোষণা করেছেন, তিনি বেশ কয়েকজন তালেবান নেতাকে মুক্তি দেবেন। বন্দি বিনিময় সমঝোতার মাধ্যমে ওই শীর্ষ তালেবান নেতাদের মুক্তি দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

গত এক বছর ধরে চেষ্টা করা হচ্ছে আফগানিস্তানের অস্থিতিশীল অবস্থা সুরাহার জন্য। আফগান সরকার, তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্র এ নিয়ে বৈঠকেও বসেছে। তবে সেই আলোচনা বাস্তবায়িত হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, তালেবানরা সহিংসতা চালিয়েই যাচ্ছে।

আফগানিস্তান কাবুল বোমা হামলা

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর