Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংরেজিতে লেখা নামফলক উচ্ছেদে অভিযান


১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫২

স্টাফ করেসপন্ডেন্ট

ইংরেজিতে লেখা বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলক উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কতৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ১১ থেকে উত্তর সিটি করপোরেশন এলাকা পাঁচ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিওর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম পাশ থেকে আড়ং এলাকা হয়ে আসাদ গেইট এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট অজিওর রহমান বলেন, এর আগেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই এলাকার ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের সামনে থেকে ইংরেজিতে লেখা সব ধরণের নামফলক সরিয়ে ফেলার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে তারা নামফলক না সরানোর ফলে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে থেকে ইংরেজিতে লেখা নামফলক উচ্ছেদের পাশাপাশি সাতটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জারিমানা করে ভ্রাম্যমান আদালত।

অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিজে থেকে তাদের প্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা নামফলকগুলো সরিয়ে না ফেললে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সারাবাংলা/এসও/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর