Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তারা


১৩ নভেম্বর ২০১৯ ১৭:১৮

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নারগুন গ্রামে নতুন বাসস্থান পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষরা।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম আনুষ্ঠানিকভাবে তাদের হাতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত বাড়ির চাবি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) গোলাম মুর্তুজা, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ অনেকে।

রুবা তার প্রতিক্রিয়ায় বলেন, এতদিন আমরা ছিলাম ঠিকানাহীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঠিকানা দিয়েছেন। এখন দরকার আমাদের কর্মসংস্থান।

রুবেল নামে আরেকজন বলেন, একটা কাজ পেলে আমরা মানুষের মতো বাঁচতে পারি। হাত পেতে চলা খুব লজ্জার, অসম্মানের।

সদর উপজেলার নারগুন গ্রামে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৯২ শতাংশ জমির ওপর ৩০ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে তৃতীয় লিঙ্গের ২০টি পরিবারের জন্য বাসস্থান, শৌচাগার নির্মাণ করা হয়েছে। নলকূপ ও সোলার প্যানেল স্থাপন করে দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ পুনর্বাসন বিভাগ সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ে ২৬০ জন হিজড়ার বাস। তাদের জীবনমান উন্নয়নে নানামুখী কর্মসুচি নেওয়া হয়েছে।

তৃতীয় লিঙ্গ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর