পানির পাম্পের বদলে কসমেটিকস, সোয়া কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
১৩ নভেম্বর ২০১৯ ২১:৩১
চট্টগ্রাম ব্যুরো: পানির পাম্পের ঘোষণা দিয়ে প্রসাধনী সামগ্রী নিয়ে এসেছে ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় সোয়া কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।
চট্টগ্রাম বন্দরে আসা চালানটি আটকের পর বুধবার (১৩ নভেম্বর) কাস্টমস কর্তৃপক্ষের কায়িক পরীক্ষায় মিথ্যা ঘোষণায় প্রসাধনী আনার প্রমাণ মিলেছে।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুর উদ্দিন মিলন সারাবাংলাকে জানান, ঢাকার ওনলি ওয়ান ইন্টারন্যাশনাল দুই হাজার পানির পাম্প আমদানির ঘোষণা দিয়ে গত ৫ নভেম্বর বিল অব এন্ট্রি দাখিল করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করা হয় এবং বুধবার কায়িক পরীক্ষা করে সেখানে বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী পাওয়া যায়।
কায়িক পরীক্ষায় চালনাটি থেকে ৩৬ হাজার ৯৬৫ কেজি সমপরিমাণের হেয়ার জেল, সাবান, শ্যাম্পু, হেয়ার ওয়েল, ফেইস ওয়াশ, প্লেয়িং কার্ড, টুথপেস্ট, টুথব্রাশ, বডি ওয়াশ এবং ৪৮টি পানির পাম্প পাওয়া যায়।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির মধ্য দিয়ে এ চালানে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ এক কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানান।