Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এসআই’র


১৩ নভেম্বর ২০১৯ ২২:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: রেল লাইনের ওপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় বগুড়ার সান্তাহারে এক সাব ইন্সপেক্টর (এসআই) মারা গেছেন। তার নাম আক্তার হোসেন (৫০)।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত এসআই আক্তার নওগাঁর রাণীনগর থানায় কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার সাজাদপুরের গোপালপুর গ্রামের বাসিন্দা।

সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে থানায় একটি জিডি করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলাও হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে এসআই আক্তার রাণীনগর স্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের ওপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন। এসময় সৈয়দপুর থেকে খুলনাগামী রুপসা আন্তঃনগর ট্রেন তাকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পরে গুরুতর আহত হন। তাকে প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরবর্তীতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

বিজ্ঞাপন

ট্রেনের ধাক্কায় মৃত্যু বগুড়া

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর