Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধীদের নামে কোনো সড়ক-স্থাপনা নয়


১৪ নভেম্বর ২০১৯ ১১:৫৮

ঢাকা: মানবতাবিরোধী অপরাধীদের নামে দেশে কোনো সড়ক বা স্থাপনা না রাখতে ফের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এখনো যেসব স্থাপনা বা সড়ক মানবতাবিরোধী অপরাধীদের নামে আছে, সেগুলো অবিলম্বে পরিবর্তন করে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের জন্য ‘শেষবারের মতো’ নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী  ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আদেশ বাস্তবায়নের করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

এর আগে, ২০১২ সালে অধ্যাপক মুনতাসির মামুনের এক রিট শুনানি নিয়ে হাইকোর্ট নির্দেশ দেন, দেশে মানবতাবিরোধী অপরাধীদের নামে কোনো সড়ক বা স্থাপনা রাখা যাবে না। তবে হাইকোর্টের সে নির্দেশ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। যে কারণে আজ ফের হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

নাম পরিবর্তন মানবতাবিরোধী অপরাধী মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ সড়ক ও স্থাপনার নাম

বিজ্ঞাপন

কলকাতায় অভিষেক হচ্ছে অপূর্ব’র
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২৮

তানজিব-অবন্তীর নতুন গান
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর