Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় বনে আগুন দেওয়ার অভিযোগে এক যুবক আটক


১৪ নভেম্বর ২০১৯ ১৩:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ বনে আগুন দেওয়ার অভিযোগে ২০ বছর বয়সী এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অস্ট্রেলিয়া পুলিশের বরাতে এ খবর জানিয়েছে ডয়েচে ভেলে।

পুলিশ জানিয়েছে, সিডনি থেকে ৫০ মাইল দক্ষিণে ওলনগং নামক স্থানে বনে আগুন ধরিয়ে দেন এই সন্দেহভাজন যুবক। তারপর থেকেই অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে দাবানল ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ১০ লাখ হেক্টরের বেশি বনভূমি ওই আগুনের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

পুলিশের তথ্যানুসারে, গাছে আটকে যাওয়া একজন প্যারাগ্লাইডারকে উদ্ধার করতে ওই যুবক সর্বপ্রথম বনে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ গিয়ে আটকে থাকা.৬১ বছর বয়সী ওই প্যারাগ্লাইডারকে উদ্ধার করে। উদ্ধার অভিযানের সময় বন পুড়ে যাওয়ার দৃশ্য দেখতে পেয়ে সরেজমিনে তদন্ত করতে যান পুলিশের কয়েকজন কর্মকর্তা। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করে তারা।

বিজ্ঞাপন

ডিসেম্বরের তিন তারিখ তাকে আদালতের সামনে হাজির করা হবে। সেখানে তার আইনজীবী উপস্থিত হয়ে জামিনের আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়া আটক নিউ সাউথ ওয়েলস পুলিশ বনে আগুন যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর