স্পর্শকাতর বিষয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রচারের অনুরোধ
১৪ নভেম্বর ২০১৯ ১৫:৪১
ঢাকা: গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিষয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার হচ্ছে। এসব স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রচারে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের কারণে জনশৃঙ্খলার অবনতি, ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন ও সামাজিক অস্থিরতা সৃষ্টিসহ জনমনে নানা প্রশ্ন তৈরি হয়। জনশৃঙ্খলার অবনতি ও সামাজিক অস্থিরতা দূর করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রতি সরকার আস্থাশীল। তাই উল্লিখিত স্পর্শকাতর বিষয়ে যথাযথভাবে যাচাই করে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারের অনুরোধ জানানো যাচ্ছে।