Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান সরকারের আমলে দেশ সবক্ষেত্রে এগিয়েছে: হাছিনা গাজী


১৪ নভেম্বর ২০১৯ ১৯:৩৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসী এলাকার রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। প্রধান অতিথির বক্তব্যে হাসিনা গাজী বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশ শিক্ষাসহ সবক্ষেত্রে এগিয়ে গেছে।’

তিনি বলেন, ‘আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগতমান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত এক দশকে শিক্ষার সব স্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই, দেশকে বিশ্বের বুকে দিয়েছে পৃথক পরিচিতি।’

তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী আরও বলেন, একসময় বিপুলসংখ্যক কোমলমতি শিশু স্কুলে যাওয়ারই সুযোগ পেতো না। অনেকে আবার স্কুলে গেলেও প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়তো। স্কুলে যথা সময়ে পাঠ্যবই পেতো না শিশু-কিশোররা। শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে অসংখ্য তরুণীকে বাল্য বিয়ের শিকার হয়ে নির্মম জীবন বেছে নিতে হতো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থে‌কে বদলে গেছে শিক্ষাক্ষেত্র।’

শিক্ষার কোনও বিকল্প নেই। তাই প্রত্যেক পরিবারের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মিনারা বেগম, রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীবানু সহ অনেকে।

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর