Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালক নিহত


১৪ নভেম্বর ২০১৯ ২০:৪০

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকাশ দাশ (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত বিকাশ দাশ উপজেলার নেহালপুর গ্রামের গোবিন্দ দাশের ছেলে।

প্রতিবেশী মাধব দাশ ও শেখ লাভলুর রহমান সারাবাংলাকে জানান, বিকাশ দাশ ভাড়ায় চালিত ইজিবাইক চালাতেন। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে তার ইজিবাইকের ব্যাটারি চার্জ করার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিদ্যুৎস্পৃষ্ট সাতক্ষীরা

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর