Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১৫ দিনের মধ্যে ৪৭০০ চিকিৎসক নিয়োগ’


১৪ নভেম্বর ২০১৯ ২২:২৪

ফাইল ছবি

জাতীয় সংসদ ভবন থেকে: আগামী ১৫ দিনের মধ্যে ৪ হাজার ৭০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে প্রতি উপজেলায় ৯ থেকে ১০ জন করে নতুন কাজে যোগ দেবে। ৩৯তম বিশেষ বিসিএস-এর মাধ্যমে উত্তীর্ণ এসব চিকিৎসকদের নিয়োগের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য সেবায় জনবল বাড়ানো প্রয়োজন। সেটা কিন্তু সবাই উপলবদ্ধি করছি। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস-এ চার হাজার ৭০০ ডাক্তার উত্তীর্ণ হয়েছে। আশাকরি সেটি রাষ্ট্রপতির অনুমোদনের পর ১৫ দিনের মধ্যে তাদের নিয়োগ হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের অপেক্ষায় রয়েছে নিয়োগ প্রক্রিয়া। রাষ্ট্রপতি দেশে ফিরে আসলেই অনুমোদন দেবে। এসব চিকিৎসকদের মধ্যে প্রায় ৪৫০০-এর বেশি জনকে দেশের বিভিন্ন উপজেলায় পদায়ন করা হবে।’

তিনি বলেন, ‘এবার প্রতি উপজেলাতে ৯ থেকে ১০ জন করে চিকিৎসক পেতে যাচ্ছি। পর্যাপ্ত সংখ্যক নার্স নিয়োগ হয়েছে।’ নিজের এলাকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার ওখানে আগে ৩৮ জন নার্স ছিল, এখন ১৭৭ জন। কাজেই নার্সের ক্ষেত্রে আমাদের জনবল সন্তোষজনক অবস্থায়।’

মুজিবুল হক চুন্নুর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা নতুন যোগদান করবেন তাদের একটি শর্ত রয়েছে। চাকরির শুরুতে দুবছর উপজেলা পর্যায়ে সেবা দিতে হবে। ৩৯তম স্পেশাল বিসিএস-এর মাধ্যমে যারা যোগদান করতে যাচ্ছেন তারা যেন প্রথম দুবছর যেখানে যাকে দেওয়া হবে সেখানেই থাকেন। তারপর উচ্চতর প্রশিক্ষণের জন্য তারা আসতে পারবেন। সে বিষয়ে আমি নিজে স্বাস্থ্যমন্ত্রণালয়ের কথা বলেছি।’

বিজ্ঞাপন

১৫ দিন ৪৭০০ চিকিৎসক নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর