Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গাঁর বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা


১৫ নভেম্বর ২০১৯ ০২:০৬

ফাইল ছবি

সাতক্ষীরা: শহীদ নূর হোসেন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা দাখিল হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম বাদী হয়ে আমলি আদালত-১ এ মামলাটি দাখিল করেন।

আদালতের বিচারক রেজওয়ানুজ্জামান মামলাটি গ্রহণ করেছেন।

এম শাহ আলম বলেন, যেহেতু মশিউর রহমান রাঙ্গাঁ একজন সংসদ সদস্য, তাই বিজ্ঞ বিচারক আইন কানুন ভাল করে দেখার পর মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আদেশ দেবেন বলে আশা করা হচ্ছে।

গত রোববার (১০ নভেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘নূর হোসেন ইয়াবাখোর, ফেন্সিডিলখোর ছিলেন।’

তার এই বক্তব্যে প্রতিবাদের ঝড় ওঠে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার (১১ নভেম্বর) নূর হোসেনের পরিবারের সদস্যরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসময় নূর হোসেনের মা মরিয়ম বিবি বলেন, আমার ছেলেকে নিয়ে রাঙ্গাঁ যে কথা বলেছে, আমি তার প্রতিবাদ জানাই। রাঙ্গাঁ যে বক্তব্য দিয়েছে, তাকে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাব।

আরও পড়ুন: এবার সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন রাঙ্গাঁ

 

 

মশিউর রহমান রাঙ্গাঁ মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর