গেইটম্যানের বুদ্ধিতে রক্ষা পেল চট্টলা এক্সপ্রেস
১৫ নভেম্বর ২০১৯ ০৫:৪১
ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনা ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের চারটি বগিতে আগুন লাগার পাশাপাশি সাতটি বগি লাইনচ্যুত হওয়ার মতো দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বড় বিপদের মুখে পড়তে যাচ্ছিল চট্টলা এক্সপ্রেস।
তবে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুমিল্লার মুড়াপাড়া লেভেল ক্রসিং এর গেইটম্যান মো. টিপুর বুদ্ধিতে ও স্থানীয় জনগণের সহায়তায় ঢাকা থেকে চট্টগ্রামগামী এই যাত্রীবাহী ট্রেনটি রক্ষা পেয়েছে।
সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেছবাহ উদ্দিন।
বৃহস্পতিবার রাতে তিনি সারাবাংলাকে বলেন, বিকেলে কুমিল্লা পুরাতন রেলওয়ে স্টেশন রসুলপুর থেকে চট্টলা এক্সপ্রেস ছাড়ার সংবাদ দেওয়া হয় মুড়াপাড়া লেভেল ক্রসিংকে। এ সময় মুড়াপাড়া লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেইটম্যান দেখতে পান মাটিবাহি একটি ট্রাক লাইনের উপরে বিকল হয়ে গেছে। নতুন লাইনের কাজ চলার কারণে ওই স্থানটি কিছুটা অসমতল ছিল ও মাটিও নরম ছিল। ফলে রেল লাইন পার হওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। এটি লাইনের উপর উঠে বিকল হয়ে যায়।
ট্রাকটিকে বিকল অবস্থায় দেখতে পেয়ে গেইটম্যান মো. টিপু সামনে দৌড়ে আসেন ও লাল পতাকা নাড়তে থাকেন। এ সময় চট্টলা এক্সপ্রেসের লোকো মাস্টার লাল পতাকা দেখে জরুরি ব্রেক করলে দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।
মেছবাহ উদ্দিন আরও বলেন, ঘটনায় রেল ক্রসিংয়ের দুইপাশে আটকা পড়ে ঢাকা অভিমুখী মহানগর গোধূলি এক্সপ্রেস ও চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। ট্রেন থামার পরে স্থানীয়দের সহযোগিতায় রেলের কর্মী ও কুমিল্লা কোতয়ালী থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া ট্রাকটি উদ্ধার করলে প্রায় দেড় ঘণ্টা পর ওই পথে রেল চলাচল স্বাভাবিক হয়।