Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে সহপাঠীদের গুলি করে হত্যা করেছে ওই কিশোর


১৫ নভেম্বর ২০১৯ ১৪:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুক হামলার জড়িত কিশোরকে আটক করেছে পুলিশ। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা গুরুতর। এই ঘটনায় গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী মারা গেছে। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সান্তা ক্লারিটার সাউগুস হাইস্কুলে হামলা চালায় ওই বন্দুকধারী। সহপাঠীদের ওপর হামলা চালানোর জন্য সে নিজের জন্মদিনকে বেছে নিয়েছিল।

পুলিশ জানায়, হামলাকারীর নাম নাথানিয়াল বেরহাউ। হামলার একদিন আগে সে ছদ্মবেশে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেয়। সেখান সে লিখেছিল, ‘আগামীকাল সাউগুস হাইস্কুলে মজা হবে।’

মাত্র ১৬ সেকেন্ডের মধ্যে হামলাকারী তার ৫ সহপাঠীকে গুলিবিদ্ধ করে এবং নিজেকে গুলি চালায়। পুলিশ এই হামলার ঘটনা বিস্তারিত তদন্ত করছে।

বিজ্ঞাপন

বন্দুক হামলা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর