Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু নির্যাতন প্রতিরোধে চালু হচ্ছে হট লাইন


১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৭ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৮:২০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিশু নির্যাতন প্রতিরোধে এ বিষয়ক অভিযোগ জানাতে চালু হচ্ছে হট লাইন নম্বর। মার্চ থেকে চালু হচ্ছে নম্বরটি (১৬১০৮)। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এ তথ্য জানান।

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপু‌রে ওয়ার্ল্ড ভিশনের আ‌য়োজ‌নে ‘শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ হোক’ শীর্ষক মিট দ্য প্রেসে তিনি এ তথ্য জানান।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ব‌লেন, ‘সত্যিকারের উন্নয়নের জন্য মানবাধিকার নিশ্চিত করতে হবে। কারণ মানবাধিকার ছাড়া উন্নয়ন পরিপূর্ণতা পায় না। আমরা মানবাধিকার নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি। আমাদেরও ব্যর্থতা আছে। ত‌বে মানবাধিক নিশ্চিত করার জন্য সরকারেরও দায়বদ্ধতা আছে। তাই সরকারের সাথে অনেক দেন-দরবার করেই মানবাধিক নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি।’

শিশুদেরকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘শিশুদেরকে নির্বাচনী কাজে ব্যবহার করতে কেউ পারবেন না। সামান্য টাকার জন্য শিশুদের জীবন দিতে হচ্ছে, নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে বলেছিলাম, তারা সিদ্ধান্ত নিয়েছেন। যারা শিশুদের নির্বাচনী কাজে ব্যবহার করবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে।’

শিশু নির্যাতন প্রতিরোধে চালু হতে যাওয়া হট লাইন প্রসঙ্গে কাজী রিয়াজুল হক বলেন, ‘জনবল কম থাকায় অফিস আওয়ারে এই নম্বর চালু থাকবে। এখানে অভিযোগগুলো রেকর্ড করে রাখা হবে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় মানবাধিকার নিশ্চিতে এনজিও ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ওয়ার্ল্ড ভিশনের ওই অনুষ্ঠানে জানানো হয়— বিশ্বে প্রতিদিন ১০ জনের মধ্যে ৬ জন শিশু শারীরিক সহিংসতার শিকার হচ্ছে। এ ছাড়া বিশ্বের প্রায় অর্ধেক শিশু বিদ্যালয়ে শারীরিক শাস্তির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশে প্রায় ৮২ শতাংশ শিশু ১৪ বছরের পূর্বেই বিভিন্নভাবে সহিংসতার শিকার হয় এবং ৭৭.০১  শিশু বিদ্যালয়ে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। এবং ৫৭ শতাংশ শিশু কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ‌ডি‌রেক্টর সাবিরা নূপুর।

সারাবাংলা/এসআর/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর