Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেই লাইসেন্স-রুট পারমিট, মেহেরপুর থেকে ছাড়ছে না আন্তঃজেলার বাস


১৫ নভেম্বর ২০১৯ ২২:৫৩

মেহেরপুর: লাইসেন্স, রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট না থাকায় বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেহেরপুরের আন্তঃজেলা মোটর শ্রমিকরা। তবে স্বাভাবিক রয়েছে দূরপাল্লার বাস চলাচল।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কিছু বাস ছেড়ে গেলেও বিকেল থেকে আর কোনো বাস মেহেরপুর ছেড়ে যায়নি।

মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-মুজিবনগর সড়কে আঞ্চলিক মহাসড়কে তিন জেলার বাস মালিক সমিতির বাস চলে। বিকেল থেকে এসব রুটে কোনো বাস চলতে দেখা যায়নি।

এ প্রসঙ্গে মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, নতুন সড়ক পরিবহন আইন হওয়ার পর থেকে চালকরা বাস চালাতে ভয় পাচ্ছেন। বৃহস্পতিবার রাত থেকে তারা পর্যায়ক্রমে বাস চালানো বন্ধ করে দিয়েছেন।

এটি একেবারেই চালকদের সিদ্ধান্ত। গাড়ির ফিটনেস সার্টিফিকেট, লাইসেন্স এবং রুট পারমিটে সমস্যা রয়েছে এটা ঠিক। আমাদের পক্ষ থেকে সেসব সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গাফিলতির কারণে সমাধান হয়নি।

আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর