Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় দিনে ৪৭৯ কোটি টাকার আয়কর আদায়


১৬ নভেম্বর ২০১৯ ০০:১৪

ঢাকা: আয়কর মেলার দ্বিতীয় দিনে ৪৭৯ কোটি টাকারও বেশি আয়কর আদায় হয়েছে। মেলার দুইদিনে আয়কর আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮০০ কোটি টাকারও বেশি। দ্বিতীয় দিন পর্যন্ত মেলা থেকে সেবা নিয়েছেন প্রায় চার লাখ করদাতা।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানিয়েছে, মেলার দ্বিতীয় দিনে সেবা নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৬৮৪ জন। রির্টান দাখিল করেছেন ৭৩ হাজার ৮৪৩ জন। আয়কর আদায় হয়েছে ৪৭৯ কোটি ১ লাখ ২৮ হাজার ৭৯৭ টাকার। আর নতুন ই-টিআইএন নিয়েছেন ৩ হাজার ৬০২ জন।

এদিকে, দুইদিনে মেলা থেকে সেবা নিয়েছেন ৪ লাখ ৪ হাজার ৪৪২ জন। রিটার্ন জমা দিয়েছেন ১ লাখ ৩৭ হাজার ১১৫ জন। দুই দিনে আয়কর সংগ্রহ ৮০২ কোটি ২০ লাখ ২২ হাজার ৬৮২ টাকা। আর দ্বিতীয় দিনে এসে নতুন কর নিবন্ধনকারীর (ই-টিআইএন) সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৬৮ জনে।

এর আগে, আয়কর মেলার প্রথম দিনে ৩২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকার আয়কর আদায় হয়। প্রথম দিনে রিটার্ন দাখিল করেন ৬৩ হাজার ২৭২ জন। সেবা নেন ১ লাখ ৩৫ হাজার ৭৫৮ জন। প্রথম দিনে কর নিবন্ধন (ই-টিআইএন) করেছেন ৪ হাজার ৩৬৬ জন।

মেলার এবারে স্লোগান ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’। এবারের প্রতিপাদ্য ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’। কেন্দ্রীয়ভাবে শুরু হওয়া এ মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করদাতারা মেলায় কর সংক্রান্ত সব সেবা পাবেন।

এবার দেশের ৮টি বিভাগ, ৫৬টি জেলা, ৫৬ টি উপজেলাসহ মোট ১২০টি স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে। সাপ্তাহব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিনেও মেলা প্রাঙ্গণে ছিল উপচেপড়া ভিড়। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বিভিন্ন স্টল আর বুথে ভিড় করেন করদাতারা। হয়রানি ছাড়া কর দিতে পেরে অনেকে নিজেদের সন্তুষ্টির কথাও জানিয়েছেন।

বিজ্ঞাপন

আয়কর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর