Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ‘মিগ ২৯কে’ বিমান গোয়ায় বিধ্বস্ত


১৬ নভেম্বর ২০১৯ ১৪:২৬

ভারতীয় নেভির মিগ ২৯কে মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের কিছু পরই গোয়ায় এটি বিধ্বস্ত হয়। তবে বেঁচে গেছেন বিমানটির পাইলট ও প্রশিক্ষণার্থী। খবর হিন্দুস্থান টাইমসের।

শনিবার (১৬ নভেম্বর) এই দুর্ঘটনার ঘটনা ঘটে। ভারতীয় নেভি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

নেভি জানায়, বিমানটি প্রশিক্ষণ কাজে নিয়োজিত ছিল। উড্ডয়নের পরই বিধ্বস্ত হয়। উদ্ধার তৎপরতা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। দুই পাইলটের নাম শেওকহ্যান্ড ও দীপক ইয়াদব।

ধারণা করা হচ্ছে পাখির সঙ্গে সংঘর্ষে বিমানের ইঞ্জিন বিকল হয়। যদিও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখেছেন। প্যারাসুটে করে দুই বৈমানিক বেরিয়ে যায়।

বিমান বিধ্বস্ত ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর