নওগাঁর গাছ কাটার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন
১৬ নভেম্বর ২০১৯ ১৬:৪৫
ঢাকা: নওগাঁর সাপাহার উপজেলায় রাতের আঁধারে ১০ হাজার আম গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগ।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে যবিপ্রবির’র মাইকেল মধুসূদন দত্ত লাইব্রেরি কাম একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা। তিনি বলেন, একটি দেশের মোট আয়তনের মধ্যে অন্তত ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে রয়েছে মাত্র ১৬ শতাংশ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় ব্যক্তি উদ্যোগে অনেকে বৃক্ষ রোপন করেন। কিন্তু ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বৃক্ষ নিধন করে প্রকৃতির ওপর নির্মম প্রতিশোধ কখনোই মেনে নেওয়া যায় না। প্রকৃতির পরম বন্ধু বৃক্ষ নিধন কখনোই সচেতন মানুষ মেনে নিতে পারে না। যারা নিজেদের শত্রুতার জন্য ১০ হাজার আম গাছ কেটে ফেলেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, নওগাঁর জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আমাদের দাবি থাকবে— ১০ হাজার আম গাছ কেটে ফেলার শাস্তি হিসেবে তাদের এক লাখ গাছ রোপনের শাস্তি দেওয়া হোক।
ইএসটি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বলেন, গাছের ওপর আক্রোশ অত্যন্ত নিন্দনীয়। কারণ গাছ সব সময় মানুষের উপকার করে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শহীদ মসিয়ূর রহমান হলের সহকারী প্রভোস্ট মো. মজনুজ্জামান, ইএসটি বিভাগের সহকারী অধ্যাপক তুষার কুমার দাস, তাপস কুমার চক্রবর্তী, সামিনা জামান, প্রভাষক ছাবিহা সরোয়ার, জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদসহ অনেকে।
মানববন্ধন সঞ্চালনা করেন ইএসটি বিভাগের শিক্ষার্থী নাজনীন সুলতানা। এদিন গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।