ট্রেনের আসন সংখ্যা বাড়ানোর দাবিতে স্মারকলিপি
১৬ নভেম্বর ২০১৯ ১৭:৫৫
ব্রাহ্মণবাড়িয়া: ট্রেনের আসন সংখ্যা বাড়ানোসহ দুই দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের হাতে তুলে দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা নাগরিক ফোরাম।
তাদের তোলা দুই দফা দাবি হলো— ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা অন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু এবং বিজয় এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযুষ কান্তি আচার্য। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন, নারী সংগঠক নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত এবং খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার শাখার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার।
বক্তারা বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। এখানে যতগুলো আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতি দেয়, সেগুলোর আসন সংখ্যা যাত্রীর তুলনায় অপ্রতুল। চলতি বছরের শুরুর দিকে ব্রাহ্মণবাড়িয়ার জন্য বরাদ্দ আসন কমিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের দুর্ভোগ তীব্র আকার নিয়েছে।
এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।