Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ এখন বিয়ে বাড়িতে পেঁয়াজ নিয়ে যাচ্ছে: আমীর খসরু


১৬ নভেম্বর ২০১৯ ২০:২৬

চট্টগ্রাম ব্যুরো: ভোটের প্রয়োজন নেই বলেই সরকার মানুষকে পেঁয়াজ না খাওয়ার মতো দায়িত্বহীন পরামর্শ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া পেঁয়াজের দামে ঊর্দ্ধগতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘মানুষ এখন বিয়ে বাড়িতে উপহার হিসেবে পেঁয়াজ নিয়ে যাচ্ছে।’

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ মন্তব্য করেন। নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সম্মেলন উপলক্ষে এই সভা হয়েছে।

আমীর খসরু বলেন, ‘পেঁয়াজের দাম ২৫০ টাকা ছাড়িয়ে গেছে। ঘণ্টায় ঘণ্টায় পেঁয়াজের দাম বাড়ছে। প্রধানমন্ত্রীর পেঁয়াজের ব্যাপারে একটা সমাধান দিয়েছেন। তিনি মানুষকে পেঁয়াজ খেতে মানা করেছেন। এই সরকার মানুষের তোয়াক্কা করে না। কারণ তাদের ভোটের দরকার নেই। সেজন্য তারা পেঁয়াজ না খাওয়ার মতো দায়িত্বহীন পরামর্শ মানুষকে দিচ্ছেন।’

আমীর খসরু বলেন, ‘কয়েকদিন আগে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। মন্ত্রী বলছেন, এর পিছনে নাকি নাশকতা আছে। জনবিচ্ছিন্ন মন্ত্রীরাই এই ধরনের দায়িত্বহীন বক্তব্য দিতে পারেন।’

কৃষকদল চট্টগ্রাম উওর জেলা শাখার সভাপতি ইসহাক কাদের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লতিফির পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাসান জাফির তুহিন, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আতিকুল ইসলাম লতিফিকে সভাপতি ও বদিউল আলম বদরুলকে সাধারণ সম্পাদক করে উত্তর জেলা কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়।

এখন দাম পেঁয়াজ মানুষ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর