শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন
১৬ নভেম্বর ২০১৯ ২১:০২
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উদ্বোধন করা হয়েছে চতুর্থ শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।
শনিবার (১৬ নভেম্বর) বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে সম্মেলনের উদ্বোধন করা হয়।
দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ এস এম বজলুল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. মনজুর হোসেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।