Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার


১৭ নভেম্বর ২০১৯ ০০:১২

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকাঃ রাজধানীর দক্ষিণ বনশ্রী একটি বাসার ছয়তলা থেকে আহমেদ মনসুর ওরফে মনসুর আলী (৩৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ডেস্কে কাজ করতেন।

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

খিলগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দক্ষিন বনশ্রীর ১০ তলা মার্কেট সংলগ্ন ১১ নাম্বার রোডের ৪২ নম্বর বাড়ির ৬ তলার বাসার দরজা ভেঙ্গে মনসুরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, ওই বাসায় মনসুরসহ আরও দুইজন থাকত। রাতে সংবাদ পেয়ে দরজা ভেঙে ফ্লোরের বিছানা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এছাড়া কিছু খেয়েছে কিনা ময়না তদন্ত প্রতিবেদন পেলে তা জানা যাবে।

মনসুর আলী ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়।

সারাবাংলা/ইউজে/এসএসআর

 

টপ নিউজ দক্ষিণ বনশ্রী সাংবাদিকের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর