চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন নেওয়া হচ্ছে নওয়াজকে
১৭ নভেম্বর ২০১৯ ১৬:৩৮
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে। তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এক বিবৃতিতে রোববার (১৭ নভেম্বর) এ তথ্য জানায়। খবর ডনের।
পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে নওয়াজকে লন্ডনে নিতে। লাহোর হাইকোর্ট বিদেশে চিকিৎসার জন্য নওয়াজকে ৪ সপ্তাহ সময় দিয়েছেন। তবে প্রয়োজনে মেডিকেল রিপোর্ট অনুযায়ী এই সময়সীমা বাড়ানো যাবে।
এর আগে ইমরান খানের সরকার জানায়, নওয়াজ শরিফকে বিদেশ নিয়ে যেতে হলে ৭০০ কোটি পাকিস্তানি রুপির বন্ড বা চুক্তিতে স্বাক্ষর করতে হবে। যাতে তার ফিরে আসার নিশ্চয়তা পাওয়া যায়। তবে তা নাকচ করে দেয় নওয়াজের দল।
দুর্নীতির দায়ে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নওয়াজকে ৭ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের আদালত। তবে চলতি বছরের ২৯ অক্টোবর ইসলামাবাদ কোর্ট স্বাস্থ্যগত কারণে ৮ সপ্তাহের জন্য নওয়াজের শাস্তি স্থগিত করেন।