Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে ভাসছিল নবজাতকের মরদেহ


১৭ নভেম্বর ২০১৯ ১৬:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকার নন্দীপাড়ার একটি পুকুর থেকে একদিন বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) সকালে স্থানীয়রা পুরুষ নবজাতকটির মরদেহ ভাসতে দেখে থানায় জানান। সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরের মালিক শহীদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আনুমানিক একদিন বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় কেউ শিশুটিকে পুকুরে ফেলে গিয়েছিল। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

নবজাতকের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর