Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকচাপায় পিইসি পরীক্ষার্থী নিহত


১৭ নভেম্বর ২০১৯ ১৭:২৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ১৭:৪০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের সদর উপজেলায় ট্রাকচাপায় লাজুক আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে মারিয়া-বিন্নাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

লাজুক আক্তার মারিয়া গ্রামের ইমরান মিয়ার মেয়ে। সে মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিয়েছিল লাজুক। স্বল্প মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল তার পরীক্ষা কেন্দ্র।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আজ পরীক্ষা শেষে লাজুক সহপাঠীদের সঙ্গে ইজিবাইকে বাড়ি ফিরছিল। পথে মারিয়া এলকায় শিক্ষার্থীরা একটি হোটেলে খেতে যায়। সে সময় লাজুক ইজিবাইকেই বসে ছিল। হঠাৎ একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লাজুকের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, এলাকাবাসী ট্রাক চালককে ধরে থানায় সোপর্দ করেছে। ট্রাকটিও আমরা জব্দ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

ট্রাকচাপা পিইসি পরীক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর