Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘালয়ে শতাব্দী-প্রাচীন গির্জায় আগুন, নিহত ২


১৭ নভেম্বর ২০১৯ ১৮:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের মেঘালয়ে ‘চার্চ অব গড’ নামে এক শ বছরের পুরনো এক গির্জায় আগুন লেগেছে। এতে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। গির্জাটিতে সংস্কার-কাজ চলছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শিলং এর কোয়ালাপাত্তি এলাকায় ১৯০২ সালে গির্জাটি নির্মাণ করা হয়।

রোববার (১৭ নভেম্বর) হিন্দুস্থান টাইমসের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডে মৃত স্বামী-স্ত্রী গির্জার পাশেই বাস করতেন। শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়। কোনোরকম নাশকতার আশঙ্কা নাকচ করেছে কর্তৃপক্ষ।

সিএ লাইঙ্গা নামে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, আগুন লাগার ঘটনা আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে এখানে সংস্কার কাজ চলার খবর জানা গেছে। বৈদ্যুতিক তার পরিবর্তন ও কাঠের মেঝের কথা আমরা জেনেছি। এ কারণে আগুন দ্রুত ছড়াতে পারে।

বিজ্ঞাপন

গির্জায় আগুন ভারত মেঘালয় শিলং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর