Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ পিস স্বর্ণবারসহ গ্রেফতার ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড


১৭ নভেম্বর ২০১৯ ১৮:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ঘোষণা ছাড়া অবৈধভাবে আনা ছয় পিস স্বর্ণের বার ও ২৫ গ্রাম স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দিয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগর আদালতে সিনিয়র স্পেশাল জজ-১ শেখ আশফাকুর রহমান এ রায় দিয়েছেন।

দণ্ডিত মো. জামাল প্রকাশ ইসমাইল (৪৯) চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা গ্রামের মগদাই বাকের আলী বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে। তিনি বর্তমানে হাজতে আছেন।

মামলার নথিপত্রের ভিত্তিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী সারাবাংলাকে জানান, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন জামাল। শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের তল্লাশিতে তার কাছে ছয় পিস স্বর্ণের বার ও ২৫ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। মোট ৭২১ গ্রাম স্বর্ণের দাম ৩০ লাখ ৯০ হাজার টাকা।

বিজ্ঞাপন

ঘোষণা ছাড়াই অবৈধভাবে এসব স্বর্ণ আনায় জামালকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বিমানবন্দরে দায়িত্বরত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল হেলিম ভূঁইয়া বাদী হয়ে নগরীর পতেঙ্গা থানায় চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে জামালের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই মামলায় ২০১৭ সালের ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। ১৭ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় দিয়েছেন আদালত।

১০ বছর কারাদণ্ড স্বর্ণবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর