Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তীর-ধনুক দিয়ে হংকংয়ে পুলিশের ওপর হামলা


১৭ নভেম্বর ২০১৯ ১৯:২৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ০০:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা কয়েকমাস ধরে হংকং এ চলছে সরকারবিরোধী আন্দোলন। আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। জবাবে আন্দোলনকারীরাও কম যায়নি। ইটপাটকেল, পেট্রোল-বোমার পর এবার তাদের অস্ত্র অত্যাধুনিক তীর ও ধনুক।

রোববার (১৭ নভেম্বর) সংবাদমাধ্যম নিউজ১৮-এর খবরে এ তথ্য দেওয়া হয়।

তীর দিয়ে হামলার ঘটনায় এরই মধ্যে এক পুলিশ আহত হয়েছে। হংকং পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সে ছবিও প্রকাশ করেছে।

পুলিশ হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে এই সংঘর্ষের সূত্রপাত হয়। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রাত থেকে উত্তপ্ত ছিল ক্যাম্পাস। পুলিশ রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে ও আন্দোলন স্তিমিত করতে জল কামান ব্যবহার করে। তখন আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা চালায়।

এদিকে হংকং এর রাস্তায় দেখা গেছে চীনা সামরিক বাহিনীর উপস্থিতি। যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন হংকং এর বিরোধীদলের আইনপ্রণেতারা। তবে হংকং কর্তৃপক্ষ জানিয়েছে সেনারা শুধুমাত্র স্বেচ্ছাশ্রমের জন্য নিয়োজিত থাকবেন। নিরাপত্তার কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য এখনো রয়েছে বন্ধ কিন্ডারগার্ডেন ও হাইস্কুল।

টপ নিউজ পুলিশের সঙ্গে সংঘর্ষ হংকং হংকংয়ে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর