Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঞ্জাব ব্যাংক থেকে ১১ হাজার ৩শ’ কোটি রুপি হাওয়া


১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৭

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ভারত রাষ্ট্রপরিচালিত দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের মুম্বাই ব্রাঞ্চের একটি অ্যাকাউন্ট থেকে ১১ হাজার ৩শ’ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে সরকারি এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানিলন্ডারিং মামলাও দায়ের করেছে।

বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মোট বাজার মূল্যের এক তৃতীয়াশ। এ ছাড়া ২০১৭ সালের হিসেব অনুযায়ী ওই অর্থের পরিমাণ গত বছরের মোট লাভের প্রায় ৫০ গুণ।

এই ঘটনার পর ব্যাংকটির ১০ শতাংশ শেয়ার পতন হয়েছে বলেও বিভিন্ন গনমাধ্যমের খবরে বলা হয়েছে।

এ ব্যাপারে ব্যাংক কতৃপক্ষ জানিয়েছে, হাতেগোনা কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য ব্যাংকেও একই ঘটনা ঘটতে পারে, যা সমগ্র ব্যাংক সেক্টরকেই ক্ষতিগ্রস্ত করবে বলেও উদ্বেগ প্রকাশ করেছে।

এ ঘটনায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের বিশিষ্ট শিল্পপতি ও জুয়েলারি ডিজাইনার নিরব মোদির নামে প্রতারণার অভিযোগ করেছে।

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) দেশটির শিল্পপতি নিরব মোদি, ব্যাংকটির ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার এবং আরও পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করছে।

তবে নিরব মোদি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে পুলিশ তার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে।

সারাবাংলা/এটি/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর