কুকুরের মুখ থেকে ২ মৃত নবজাতক উদ্ধার
১৭ নভেম্বর ২০১৯ ২০:১৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন ডাস্টবিন থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নবজাতক দু’টি নিয়ে কয়েকটি কুকুর টানাটানি করছিল। জীবিত ভেবে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তবে উদ্ধারের পর দেখা যায়, নবজাতক দুটি মারা গেছে।
রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চমেক হাসপাতালের পূর্ব গেটে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহগুলো উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন সারাবাংলাকে বলেন, ‘ন্যাপকিন প্যাঁচানো নবজাতক দু’টিকে ডাস্টবিনের ভেতর থেকে কুকুর টেনে বের করে। কয়েকটি কুকুর সেগুলো নিয়ে টানাটানি করতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। আমরা গিয়ে কুকুরের মুখ থেকে মৃত নবজাতক দু’টিকে উদ্ধার করি। তবে সেগুলো খুবই অপরিণত দেখা গেছে। শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ পুরোপুরিভাবে বেড়ে ওঠেনি।’
এসআই ইমামের ধারণা, কোনো ক্লিনিক থেকে অবৈধ গর্ভপাতের পর নবজাতক দু’টিকে ডাস্টবিনে ফেলা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর নবজাতক দু’টিকে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।