Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোলা ম্যানহলে পাওয়া গেল ‘প্রতিবন্ধী’ যুবকের মরদেহ


১৭ নভেম্বর ২০১৯ ২০:৩০

ঢাকা: রাজধানীর কল্যাণপুর এলাকায় খোলা ম্যানহলের ভেতর থেকে রনি নামে এক যুবকের মরেদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মৃগী রোগ ছিল।

রোববার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে পুলিশ রনির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রনির বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। তার বাবার নাম দবির উদ্দিন। রনি তার মায়ের সঙ্গে কল্যাণপুর দুই নম্বর বস্তিতে থাকতেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে জানান, রনির মা শুকুরী বেগম কল্যাণপুর মডেল একাডেমিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। প্রতিদিন সকালে রনি তার মায়ের সঙ্গে স্কুলে যেত। গত ১৩ নভেম্বরও সে স্কুলে গিয়েছিল। তারপর থেকে নিখোঁজ ছিল রনি। অনেক খোঁজা হয়েছে, মাইকিং করা হয়েছে। আজ বিকেলে কিছু মানুষ ম্যানহলের ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আমরা নিশ্চিত হয়েছি সেটা রনির মরদেহ।

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর