খালেদা জিয়া সুস্থ ও স্বাভাবিক আছেন
১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৫৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৯:০৮
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: জেল কোড অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ডিভিশনের সব সুবিধা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কারা দফতরে সাংবাদিকদের এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
কারা মহাপরিদর্শক জানান, আগামী ৮ মার্চ থেকে কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের মোবাইলে কথা বলার সুবিধাটি পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে ।
সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, বন্দীদের সঙ্গে স্বজনদের মোবাইলে কথা বলার সুবিধাটি চালু করার কার্যক্রমটি অনেকদিন ধরেই প্রক্রিয়াধীন ছিল। আগামী ৮ মার্চ টাঙ্গাইল জেলা কারাগারে এটি চালু করা হচ্ছে। পরীক্ষামুলক এই কার্যক্রমের পর ধীরে ধরে দেশের সব কারাগারেই তা চালু করা হবে।
সারাবাংলা/এসআর/জেডএফ