Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাকে নিয়ে প্রেসিডেন্ট পার্কে থাকতে চেয়ে এরিকের জিডি


১৮ নভেম্বর ২০১৯ ১৮:৫৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০৯:০৮

ঢাকা: মা বিদিশাকে নিয়ে প্রেসিডেন্ট পার্কের বাড়িতে থাকতে চেয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পুত্র এরিক এরশাদ।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ জিডি করেন এরিক।

এ প্রসঙ্গে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সারাবাংলাকে বলেন, এরিক আমার ও তার নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছে। আমাদের মা ও ছেলের নিরাপত্তা দরকার। আমরা নিরাপত্তা চাই। এরিকের চাচাসহ কেউ যেন আমাদের বিরক্ত না করে। এরিক তার জিডিতে এ বিষয়গুলো উল্লেখ করেছে।

একইসঙ্গে রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও একটি ভিডিও ক্লিপ পাঠিয়েছে বলে জানান বিদিশা। কোনো ঝামেলা ছাড়া মাকে নিয়ে প্রেসিডেন্ট পার্কের বাড়িতে থাকতে চান বলেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন এরিক এরশাদ।

এরিক এরশাদ বিদিশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর