মন্দবাগ ট্রাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ১৮
১৮ নভেম্বর ২০১৯ ২১:০৮
ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মন্দবাগ রেলস্টেশনে ২ ট্রেনের সংঘর্ষের ঘটনায় রোববার বিকেলে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ধলাই মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮।
সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিচালক ডা. আয়শা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
রোববার বিকেল সাড়ে চরটার দিকে মারা যান ৬৫ বছর বয়স্ক ধলাই মিয়া। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বুবলাখাল এলাকায়।
এর আগে শনিবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তারা হরিজন (৪৫) নামে আহত এক ব্যক্তি মারা যান। তার বাড়ি নোয়াখালী জেলার সুধারাম উপজেলায়।
উল্লেখ্য, ১২ নভেম্বর ভোর পৌনে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সঙ্গে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় সেদিনই ১৬ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন শতাধিক।