Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়কর মেলা: ৫ দিনে রাজস্ব আদায় ১৬৫৮ কোটি টাকা


১৮ নভেম্বর ২০১৯ ২২:৩৩

ঢাকা: সপ্তাহব্যাপী চলামান আয়কর মেলার প্রথম পাঁচদিনে ১ হাজার ৬৫৮ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। পঞ্চম দিনে আয়কর আদায়ের পরিমাণ ছিল ৩১১ কোটি টাকার বেশি।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানিয়েছে, পঞ্চম দিন পর্যন্ত মেলা থেকে সেবা নিয়েছেন ১২ লাখ ৫৯ হাজার ৭৪১ জন। রিটার্ন দাখিল করেছেন ৪ লাখ ২০ হাজার ৭৬৫ জন করদাতা। এই পাঁচদিনে আয়কর আদায়ের পরিমাণ ১ হাজার ৬৫৮ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা। পাঁচদিনে কর নিবন্ধন (ই-টিআইএন) নিয়েছেন ২১ হাজার ৫০৬ জন।

এদিকে মেলার পঞ্চম দিনে সেবা নিয়েছেন ২ লাখ ৯০ হাজার ৮৩৪ জন। রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৬ হাজার ২০০ জন। আয়কর আদায় হয়েছে ৩১১ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৮৭৪ টাকা। পঞ্চম দিনে ই-টিআইএন নিয়েছেন ৪ হাজার ৯৬৫ জন।

মেলার এবারে স্লোগান ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’। এবারের প্রতিপাদ্য ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’। কেন্দ্রীয়ভাবে শুরু হওয়া এ মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করদাতারা মেলায় কর সংক্রান্ত সব সেবা পাবেন।

এবার দেশের ৮টি বিভাগ, ৫৬টি জেলা ও ৫৬টি উপজেলাসহ মোট ১২০টি স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে। সপ্তাহব্যাপী আয়কর পঞ্চম দিনেও ঢাকার অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। কর্মব্যস্ত দিনেও সকাল থেকেই বিভিন্ন স্টল আর বুথে ভিড় করেন করদাতারা। হয়রানি ছাড়া কর দিতে পেরে অনেকেই নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।

৫ দিন আয়কর মেলা রাজস্ব আদায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর