লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পেঁয়াজ কিনলেন সিলেটের মেয়র
১৮ নভেম্বর ২০১৯ ২২:৫৯
সিলেট: লাইনে দাঁড়িয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র ৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ কিনেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর ক্বিন ব্রিজ এলাকায় টিসিবির পেয়াজ বিক্রয় কেন্দ্র থেকে পেয়াজ কেনেন মেয়র আরিফুল হক।
পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এটা তার প্রতীকী প্রতিবাদ বলে এসময় উপস্থিত সাংবাদিকদের জানান তিনি। তিনি বলেন, আড়াইশো টাকা দামে পেয়াজ কেনার সামর্থ্য জনগণের নেই।’ এসময় তিনি পেঁয়াজের দাম ৪০ থেকে ৪৫ টাকায় নামিয়ে আনার দাবি জানান।
উল্লেখ্য,শুক্রবার (১৫ নভেম্বর) সিলেটের বটেশ্বর এলাকায় র্যাব-৯ এর এক অভিযানে ভারত থেকে অবৈধ আমদানি এক ট্রাক পেঁয়াজ জব্দ করা হয়। জব্দকৃত ৭ হাজার ২০০ কেজি পেঁয়াজ টিসিবির মাধ্যমে খোলা বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকাল ১০টা থেকে সিলেট নগরীর তিনটি পয়েন্টে তিনটি ট্রাকে করে এ পেঁয়াজ টিসিবির অনুমোদিত ডিলারের মাধ্যমে বিক্রি শুরু হয়। সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজি ৪৫ টাকা দরের এ পেঁয়াজ কিনতে তিনটি পয়েন্টেই ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়।