উত্তপ্ত হংকংয়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
১৯ নভেম্বর ২০১৯ ০৯:২৯
হংকংজুড়ে পুলিশ ও আন্দোলনকারীদের সহিংসতা অব্যাহত থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে পূর্ব নির্ধারিত ডিস্ট্রিক কাউন্সিল নির্বাচন। ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ওই নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশটির সাংবিধানিক ও মেইনল্যান্ড বিষয়ক সেক্রেটারি প্যাট্রিক নিপ। সোমবার (১৮ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম হংকং ফ্রি প্রেসকে (এইচকেএফপি) তিনি এই সংশয়ের কথা জানান।
ওই সময় তিনি হংকংয়ে ডিস্ট্রিক কাউন্সিল নির্বাচন আয়োজনের জন্য তিনটি শর্তের কথা বলেন। অবিলম্বে সকল ধরনের সংঘর্ষ বন্ধ করতে হবে, কৌলন উপদ্বীপ থেকে হংকং প্রবেশের ক্রস বর্ডার টানেল খুলে দিতে হবে, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
প্যাট্রিক নিপ আরও বলেন, হংকংয়ের সার্বিক পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, তাতে তিনি নির্বাচন আয়োজনের ব্যাপারে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। তবে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন, জরুরি অবস্থা না হলে নির্বাচন আয়োজনের সর্বাত্মক চেষ্টা করবে প্রশাসন।
তিনি জানান, ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তার ব্যাপারটি যেহেতু সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তাই নির্বাচনি প্রচারণা, ভোট গ্রহণ ও ভোটদান নির্বিঘ্ন করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে সরকারি কর্তৃপক্ষ।নির্বাচন পেছানো হবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান নির্বাহী। নির্বাচন আয়োজনের জন্য রিজার্ভ ডে হিসেবে ডিসেম্বরের ১ তারিখ নির্ধারিত হয়েছে। যদি অনিবার্য কারণে এই নির্বাচন পূর্বঘোষিত তারিখে আয়োজন না করা যায়, তাহলে রিজার্ভ ডে তে নির্বাচন অনুষ্ঠিত হবে।