দাবানলের ধোঁয়া সিডনিতে ছেয়ে গেছে
১৯ নভেম্বর ২০১৯ ১৬:২৯
দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে অস্ট্রেলিয়ার অন্যতম বাণিজ্যিক শহর সিডনি। এ কারণে শহরটির বায়ুর মানও ‘বিপর্যয়কর’ হয়ে দাঁড়িয়েছে। সিডনির আশেপাশে নিউ সাউথ ওয়েলস এর বিভিন্ন অঞ্চলে লাগা দাবানলের আগুনে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর বিবিসির।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সিডনির বাসিন্দারা খুব থেকে ওঠে ধোঁয়াচ্ছন্ন আকাশ দেখতে পান।
ভারী বাতাসের কারণে ধোঁয়ার এমন আধিক্য দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিডনির বাসিন্দারা সেসব ছবি পোস্ট করেছেন। সিডনির পশ্চিমে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বায়ু দূষণের বর্তমান মাত্রা সিডনির স্বাভাবিক অবস্থার চেয়ে ৮ গুন বেশি।
সিডনির স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে বাসিন্দারা যাতে ঘরে অবস্থান করেন ও শারীরিক শ্রম যতটা সম্ভব পরিহার করেন। যাদের শ্বাসকষ্ট আছে তাদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করে বলা হয়েছে।
আগামী কয়েক সপ্তাহ এই পরিস্থিতি বজায় থাকতে পারে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে দাবানলে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।