Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লবণের দাম বেশি রাখায় চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা


১৯ নভেম্বর ২০১৯ ১৮:৩৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১৯:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি (দিনাজপুর): গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির অপরাধে দিনাজপুরের হিলি উপজেলায় চার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গুজব ছড়ায় হিলি বাজারে লবণের সংকট দেখা দিয়েছে। এরপর থেকে বিক্রেতারা বেশি দামে লবণ বিক্রি শুরু করেন।

আব্দুর রাফিউল আলম সারাবাংলাকে জানান, দেশে লবণের কোনো সংকট নেই। গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি করার অপরাধে আমরা ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছি। এই অভিযান অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোম্পানিগুলোর সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের কাছে পর্যাপ্ত লবণ আছে। আপনারা গুজবে কান দেবেন না। কোনো বিক্রেতা অতিরিক্ত দাম চাইলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।

জরিমানা লবণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর