Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ


১৯ নভেম্বর ২০১৯ ১৯:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিউটি বেগম (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিউটির শ্বশুর আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার সিধনগ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মামুন মিয়ার স্ত্রী। বিউটি শহরের নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস ছামাদ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, তিন বছর আগে বিউটির সঙ্গে মামুনের বিয়ে হয়। তাদের নয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আজ ভোরে দাম্পত্য কলহের এক পর্যায়ে বিউটির ওপর শারীরিক নির্যাতন চালান তার শ্বশুরপক্ষের লোকজন। এতেই তার মৃত্যু হয়। এর আগে গতকাল শ্বশুরপক্ষের লোকজন মারধর করলে রাগ করে বিউটি বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। তবে বিউটির বাবা-মা কালই বুঝিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেন।

বিজ্ঞাপন

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরে মৃত্যুরকারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর