Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে মাঠে থাকবে পেশাজীবীরাও


১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫৯

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে পেশাজীবীরাও মাঠে থাকবে। বিএনপি ঘোষিত সকল কর্মসূচিতে শরিক হবেন তারা।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন পেশাজীবী নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বৈঠক হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্রের সব চেয়ে বড় আস্থার স্থল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ কারাবন্দী। তাই হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি ঘোষিত সকল কর্মসূচিতে মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পেশাজীবী নেতারা।’

পরে পেশাজীবী নেতা শওকত মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার কারাদণ্ড এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের আজ ডাকা হয়েছিল। পেশাজীবী নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের খোলামেলা আলোচনা হয়েছে। পেশাজীবী নেতারা একমত হয়েছেন আগামী দিনে গণতন্ত্র ‍পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি ঘোষিত সকল কর্মসূচিতে অংশ নেবেন তারা।’

বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টার এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বিজ্ঞাপন

পেশাজীবী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শওকত মাহমদু, ডা. এজেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আ ন হ আখতার হোসেন, অধ্যাপক মুস্তাহিদুর রহমান, ডা. আজিজুল হক, আ ফ ম ইউসুফ হায়দার, ফজলুর রহমান, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ।

সারাবাংলা/এজেড/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর