Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় নবান্ন উৎসব


১৯ নভেম্বর ২০১৯ ২০:৩৬

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলায় অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে এই উৎসবের আয়োজন করা হয়।

নবান্ন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহায়তায় এদিন সকালে ইউনিয়ন পরিষদ নবান্ন উৎসবের আয়োজন করে। নবান্ন উৎসব উপলক্ষে সকাল সাড়ে ৭টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর ধান কাটা, ধান মাড়াই, পিঠা-পুলি তৈরি, ঐতিহ্যবাহী লাঠি ও সাপ খেলা অনুষ্ঠিত হয়।

নবান্ন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।

নবান্ন

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন এ.এস.এম. মারুফ হাসান, ৬ বিজিবি‘র ব্যাটালিয়নের পরিচালক খালেকুজ্জামান, ৫৮ বিজিবি’র পরিচালক কামরুল আহসান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আলী হাসান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার উপপরিচালক জি.এম. জামিল সিদ্দিক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী।

নবান্ন উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর